সাতক্ষীরা

৪৫তম সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

By daily satkhira

November 05, 2016

নিজস্ব প্রতিবেদক : সংরক্ষিত মহিলা আসনের এমপি মিসেস রিফাত আমিন বলেছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। যে কাজ একার পক্ষে সম্ভব নয় তা সমবায়ের মাধ্যমে করলে সফলতা আসবেই। দশ জন মিলে মিশে কাজ করলে সে কাজে জয় পরাজয় যাই হোক না কেন তাতে লজ্জার কিছু নাই। শনিবার বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৫তম সমবায় দিবস উপলক্ষে জেলা সমবায় দপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিসেস রিফাত আমিন এসব কথা বলেন।   অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর  উপজেলা পরিষদের চেয়ারম্যার আসাদুজ্জামান বাবু, নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনিরা পারভীন, সাতক্ষীরা জেলার মৎস্যজীবী উপজাতি এবং হত দরিদ্র উন্নয়ন সোসাইটির সভাপতি মোখলেছুর রহমান। এসময় অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন বলেন, ছোট ছোট বালুকার কনা বিন্দু বিন্দু জল গড়ি তুলি মহাদেশ সাগরও অতল। তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে বৃহত্তর পুজি গড়ে তোলা সম্ভব। এ পুজি সঠিক ভাবে বিনিয়োগ সমবায়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা গেলে দেশের খাদ্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবে। বেকারত্ব দুর করে দেশের যুব সমাজকে মানব সম্পদে পরিনত করতে সমবায়ের অবদান সবার আগে। এসময় উপস্থিত ছিলেন জেলা  সমবায় দপ্তরের উপ-সহকারি নিবন্ধক হাসান মাহমুদ, সাতক্ষীরা সদর ইউসিসিএ চেয়ারম্যান সোহেল উদ্দীন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ চন্দ্র সরকার, সাতক্ষীরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা মীর মনিরুল ইসলাম, সহকারি পরিদর্শক রাম প্রসাদ ঢালী, বিদ্যুৎ কুমার দেবনাথ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হেনরী সরদার।