নিজস্ব প্রতিবেদক : অনিয়ম দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার ছায়েদুর রহমান ও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে ফেনী জেলা শিক্ষা অফিসার হিসাবে তাকে বদলি করা হয়েছে। অন্যদিকে, সাতক্ষীরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে উক্ত পদে বদলি করা হয়েছে। উল্লেখ্য, এমপিও দুর্নীতি অভিযোগের অধিকতরো তদন্ত ও অনুসন্ধান করে সরকারের একটি শীর্ষ গোয়েন্দা সংস্থা। সংস্থাটির ৪৭ পৃষ্ঠার প্রতিবেদনে ঘুষ-দুনীতির বিশদ বিবরণ রয়েছে। শিক্ষা মন্ত্রণ্লায় থেকে ওই প্রতিবেদনটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো হয় প্রায় দশ দিন আগে। দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করে দেয়া প্রতিবেদনটির আলোকে আজ বৃহস্পতিবার মাত্র ৫ জন জেলা শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়। প্রতিবেদনটির শিরোনাম “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের এমপিও কার্যক্রম বিকেন্দ্রীকরণে দুর্নীতি প্রসঙ্গে বিশেষ প্রতিবেদন”। এতে কার বিরুদ্ধে কি অভিযোগ তার বিস্তারিত বিবরণ আসছেÑ এদিকে, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার ছায়েদুর রহমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী অবৈধ নোট গাইড বাজারজাতকরণে সহযোগিতা এবং জেলার কতিপয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতাদের সাথে যৌথভাবে মোটা অংকের টাকার বিনিময়ে উক্ত বই স্কুলের পাঠ্য তালিকায় অন্তর্ভূক্ত করা, এমপিওভূক্তির জন্য মোটা অংকের অর্থ আদায়সহ জামায়াত-বিএনপির সাথে সম্পৃক্ততারও অভিযোগ রয়েছে।