শ্যামনগর

নুরনগরে ৬ মাসেও শেষ হয়নি ১ কিলোমিটার কার্পেটিং রাস্তা

By Daily Satkhira

February 15, 2018

পলাশ দেবনাথ, নুরনগর থেকে: শ্যামনগর উপজেলার নুরনগরের দক্ষিণ হাজীপুর এলাকায় নুরনগর-দুরমুজখালী বিজিবি ক্যাম্প এর মাঝে মাত্র এক কিঃমিঃ কারর্পেটিং রাস্তা নির্মাণ কাজ ৬ মাসেও শেষ হলো না। গত ২৩শে ডিসেম্বর ২০১৭ সালে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করার পরেও কোন রকমের অগ্রগতি হয়নি এক কিঃ মিঃ কারর্পেটিং রাস্তা নির্মাণ কাজের। এলাকার মানুষের চলাচলে নিত্য দিনের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে এই নির্মানাধীন রাস্তাটি। প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ পথচারীসহ ঐ রাস্তা দিয়ে চলাচলকারী কয়েক শত স্কুলগামী শিক্ষার্থীর। এলোমেলোভাবে খোয়া ছড়ানো রাস্তায় পড়ে গিয়ে মাঝে মাঝে আহত ও রক্তাত্ব অবস্থায় স্কুলে আসছে শিক্ষার্থীরা। এলাকার মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চায় আর কত দিন লাগবে রাস্তাটির কাজ শেষ হতে? খোয়া ভরা রাস্তায় কোন রকমের রুলার না দেওয়ায় চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। এবিষয় রাস্তা নির্মাণের সাথে যুক্ত ঠিকাদারের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, আমার একটি মাত্র রুলার সেটি বংশীপুরে খারাপ হয়ে পড়ে আছে, চেষ্টা করছি অতি শীঘ্রই রাস্তাটিতে রুলার দেওয়া হবে। এবং তিনি আরও বলেন আগামী ২মাসের ভিতর রাস্তাটির অন্যান্য কাজসহ কার্পেটিংয়ের কাজ শেষ করা হবে।