কালিগঞ্জ

কালিগঞ্জে দৈনিক কল্যাণের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

By Daily Satkhira

February 16, 2018

কালিগঞ্জ ব্যুরো: যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যান পত্রিকা ৩৪ বছরে পদার্পণে করায় কেক কাটা ও আলোচনা সভা মধ্যে দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। এসময় তিনি বলেন, সংবাদ পত্র হল দেশে ও সমাজের আয়না, ভাল মন্দ সব কিছু এই আয়নায় ধরা পড়ে। আর সেই সাথে সাংবাদিকরা হল জাতির বিবেক। সত্য সংবাদ সংগ্রহের সন্ধানে সাংবাদিকরা প্রতিদিন ছুটে চলেছে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জীবন বাঁজি রেখে। দেশের উন্নয়ন, সমাজের অসংগতি সব কিছুর কল্যানে অবদান রেখে চলেছে সংবাদ পত্র ও সাংবাদিকরা। সংবাদকর্মীদের প্রতি আহবান জানাই আপনারা বেশি বেশি করে অসংগতি ও উন্নয়মূলক সংবাদ পরিবেশন করুন। এই উপজেলায় দুই বছর চাকুরী করার সুবাদে সাংবাদিকদের ভাল মন্দ সব কাজ পর্যবেক্ষন করেছি এবং প্রশাসনের সকল ভালো কাজে বিশেষ ভূমিকা রেখে চলেছে। প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক কল্যান পত্রিকার (ভারপ্রাপ্ত) সম্পাদক আব্দুল ওহাব মুকুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, নিয়াজ কওছার তুহিন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ আবু হাবিব, সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, দৈনিক কল্যানের শ্যামনগর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক নওয়াপাড়া পত্রিকার স্টাফ রিপোর্টার হাসেম আলী, কৃষ্ণনগর প্রতিনিধি জালাল উদ্দিন, দৃষ্ণিপাতের কৃষ্ণনগর প্রতিনিধি আব্দুল মাজিদ, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ ইমরান আলী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ সাব্বির আলম প্রমুখ। ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেক কাটা শেষে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কল্যানের কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম।