আশাশুনি

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো গুনাকরকাটি খানকায়ের ওরশ

By Daily Satkhira

February 16, 2018

মইনুল ইসলাম: আশাশুনির ঐহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে আজিজীয়ায় ৯৫তম ওরশ শরীফ ও ফাতেহা শরীফ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার আম বয়ানের মধ্যদিয়ে ওরশ ও ফাতেহা শরীফ শুরু হয়ে শুক্রবার সকালে আখেরী মোনাজাত ও তাবারক বিতরণে শেষ হয়। ওরশ শরীফ মূলত একদিনের হলেও কার্যক্রম চলে তিনদিন। এছাড়া ওরশ কেন্দ্রিক যে মেলা বসে তা চলে প্রায় মাসব্যাপী।

গুনাকরকাটি (ছালেমপুর) নকশবন্দী মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়া ফাউন্ডেশনের আয়োজনে হযরত গাওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী দেহলভী (রহঃ) এর ৯৫ তম ওরশ শরীফ এবং হযরত গওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ফাতেহা শরীফে প্রধান মেহমান নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (রহঃ)। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থান এবং বিভিন্ন দেশের মুরিদান ও আশেকান ভক্তবৃন্দ ওরশ ও ফাতেহা শরীফে বাস, মাইক্রো, প্রাইভেট, লঞ্চ ও অন্য যানবহান যোগে যোগদান করেন। ফাতেহা শরীফে মোনাজাত পরিচালনা করেন দিল্লী হুজুর হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (রহঃ)। মোনাজাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহণ করেন। মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়। ওরশ শরীফে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপরতা ছিল চোখে পড়ার মত।