মাহফুজুর রহমান তালেব: বঙ্গোপসাগরে অবস্থানরত নিন্ম চাপ “নাডা” ঘনিভূত হয়ে গভীর নিন্ম চাপে পরিণত হওয়ায় ৪ নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এব্যপারে ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য স.ম. জগলুল হায়দার হরিনগর বাজারে উপস্থিত হয়ে এলাকাবাসীর সতর্কতা মূলক একটি পথসভা করেন। পথ সভায় তিনি বলেন, আপনারা আবহাওয়ার সংবাদ ও গতিবিধির উপর লক্ষ্য রাখুন। যদি আবহাওয়া এর চেয়ে খারাপ হয় তা হলে সল্পতম সময়ের মধ্যে যাতে সবাই আশ্রয় কেন্দ্রগুলিতে যেতে পারে সে ব্যবস্থা করবেন। তবে আল্লাহর অশেষ রহমত সুন্দরবন আমাদের ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে অনেকাংশে রক্ষা করে। তিনি হরিনগরস্থ বনশ্রী শিক্ষা নিকেতনে একটি সাইক্লোন সেল্টার নির্মানের জন্য আপ্রাণ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। দূর্যোগপূর্ব মুহুর্তে কোন সংসদ সদস্য এলাকায় এসে সতর্ক করার ঘটনা এটিই প্রথম। উক্ত পথ সভায় মুন্সীগঞ্জ ইউপি সদস্য শেখ গোলাম মোস্তফা, মুন্সীগঞ্জ ইউনিয়ন সিপিপি সভাপতি জগদীশ মন্ডল, সাংবাদিক এস.কে সিরাজ, মাহফজুর রহমান, তৌহিদুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল রাজ্জাক, জি.এম মিজানুর রহমানসহ বহু এলাকাবাসী উপস্থিত ছিলেন।