স্বাস্থ্য

ঘরেই বানান বডি ওয়াশ!

By Daily Satkhira

November 06, 2016

স্বাস্থ্য ও জীবন: আপনি কী কৃত্রিম উপাদানে তৈরি বডি ওয়াশ ব্যবহার করতে করতে বিরক্ত? এখন প্রাকৃতিক কিছু খুঁজছেন? তাহলে আপনার জন্য আজকের আয়োজনে থাকছে কীভাবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরোয়া পদ্ধতিতে বডি ওয়াশ তৈরি করবেন, যার পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন বিউটি সাইট ‘স্টাইল ক্রেজ ডটকম’-এ। চলুন একবার জেনে আসি।

হানি বডি ওয়াশ যা যা লাগবে : কাস্টাইল সোপ(তরল) আধা কাপ, মধু সিকি কাপ, নারিকেল তেল সিকি কাপ ও এসেনশিয়াল ওয়েল ১০ থেকে ১৫ ফোঁটা।

যেভাবে ব্যবহার করবেন মধু, নারিকেল তেল ও এসেনশিয়াল অয়েল একসঙ্গে ঝাঁকিয়ে মিশিয়ে নিন। আপনি চাইলে এক চা চামচ ভিটামিন ই অয়েল ব্যবহার করতে পারেন। এরপর অল্প অল্প করে সোপ মিশিয়ে নাড়তে থাকুন। একটি বোতল বা কৌটায় ভরে রেখে দিন এবং প্রতিবার ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিন। এই বডি ওয়াশটি ত্বককে কোমল ও মসৃণ করতে সাহায্য করবে।

কোকোনাট অয়েল বডি ওয়াশ যা যা লাগবে : কাস্টাইল সোপ দুই কাপ, নারিকেল তেল তিন টেবিল চামচ, গোলাপজল এক কাপ ও ল্যাভেন্ডার অয়েল ১৫ থেকে ২০ ফোঁটা।

যেভাবে ব্যবহার করবেন একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো ভাবে ঝাঁকিয়ে নিন। বোতলে ভরে সংরক্ষণ করে রাখুন এবং প্রতিবার ব্যবহারের আগে ভালো করে ঝাঁকিয়ে নিন। মুখের ত্বকের যত্নে এই বডি ওয়াশটি আপনি মুখেও ব্যবহার করতে পারেন।