তালা

তালা ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

By Daily Satkhira

February 17, 2018

খেশরা প্রতিনিধি: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো খেশরা ইউনিয়নের ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন। ৩-৫ ফেব্রুয়ারি মনোনয়ন জমার মধ্যদিয়ে এই নির্বাচনের কার্যক্রম শুরু হয়। শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান প্রিজাইডিং অফিসার হিসাবে সমগ্রহ নির্বাচন পরিচালনা করেন। নির্বাচনে শিক্ষক প্রতিনিধি পদে পুরুষ ৪ জন ও মহিলা ২ জনের সমন্বয়ে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন। শিক্ষক প্রতিনিধি হিসাবে সর্বোচ্চ ৯ ভোট পেয়ে ১নং প্রতিনিধি নির্বাচন হন প্রহলাদ হালদার ৮ ভোট পেয়ে দ্বিতীয় হন শ্যামল কুমার দাশ। মহিলা শিক্ষক প্রতিনিধি হিসাবে ৭ ভোট পেয়ে নির্বাচিত হন মিতা দত্ত। এ ছাড়া অভিভাবক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৭ জন। মোট ভোটার ২২৬ জনের ভিতরে ১৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে রাজিব-তাজ-মনি সমর্থিত পূর্ণ প্যানেল বিজয়ী হয়। অভিভাবক সদস্য নির্বাচনে আঃ রাজ্জাক মোড়ল (মই) সর্বোচ্চ ১১৮ ভোট পেয়ে ১নং সদস্য নির্বাচিত হন, মোঃ হাবিল মোড়ল (বই) ১০৮ ভোট পেয়ে ২য় স্থান লাভ করেন, মোঃ রিজাউল সরদার (ফুটবল) ৮৯ ভোট পেয়ে ৩য় স্থান লাভ করেন এবং আঃ রাজ্জাক মোড়ল বাচ্চু (মাছ) ৭৯ ভোট পেয়ে ৪র্থ স্থান লাভ করেন। নির্বাচন বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, খেশরা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন তাজ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম লাল্টু, তালা উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক প্রভাষক এস. আর. আওয়াল, খেশরা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও ৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ মনিরুজ্জামান, বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ আবু ওয়াহেদ, খেশরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক ফারহান মাহমুদ, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল গাজী।