সাতক্ষীরা

সাতক্ষীরায় ৩ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপনী

By daily satkhira

February 17, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় তিন দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল উদ্ভাবনী মেলার মাধ্যমে ডিজিটাল আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সেবা পৌছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলার আবু জাহেদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, সাতক্ষীরা আঞ্চলিক পাস পোর্ট অফিসের সহকারি পরিচালক এ.কে.এম আবু সাঈদ, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ, কালিগজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দিন। আলোচনা সভা শেষে তিন দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ এর বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সেরা স্টলের পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এন.ডি.সি মোশারেফ হোসেন।