শিক্ষা

‘পদত্যাগ করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি’

By Daily Satkhira

February 17, 2018

পদত্যাগ নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমার পদত্যাগ করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষামন্ত্রী ব্যর্থ হওয়ায় অনেকেই তার পদত্যাগ চেয়েছেন। এবং গুঞ্জন উঠেছিলো তিনি পদত্যাগ কতে যাচ্ছেন। তবে সে গুঞ্জনে পানি ঢেলে তিনি বলেন, আমার পদত্যাগ করা নিয়ে কিছু অনলাইনে নিউজ প্রকাশ করা হয়েছে। পদত্যাগের ফাইল নাকি প্রধানমন্ত্রীর টেবিলে জমা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফর থেকে দেশে ফিরলেই আমি পদত্যাগ করতে যাব।

সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষামন্ত্রী ব্যর্থ হওয়ায় অনেকেই তার পদত্যাগ চেয়েছেন। এবং গুঞ্জন উঠেছিলো তিনি পদত্যাগ কতে যাচ্ছেন। তবে সে গুঞ্জনে পানি ঢেলে তিনি বলেন, আমার পদত্যাগ করা নিয়ে কিছু অনলাইনে নিউজ প্রকাশ করা হয়েছে। পদত্যাগের ফাইল নাকি প্রধানমন্ত্রীর টেবিলে জমা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফর থেকে দেশে ফিরলেই আমি পদত্যাগ করতে যাব।

শনিবার রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগ করার বিষয়টি জানতে চাওয়া হলে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দেই না। শক্তহাতে তা প্রতিরোধ করা হচ্ছে। প্রচারিত সংবাদের কোনো সত্যতা ও ভিত্তি নেই। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য কিছু গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

এসব বিভ্রান্তিমূলক সংবাদ থেকে সর্বসাধারণকে বিরত থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয় নিয়ে গতকাল সিলেটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি ব্যাখ্যাও দিয়েছেন বলে জানান।