সাতক্ষীরা

ব্রহ্মরাজপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার, গ্রাহককে ২০ হাজার টাকা জরিমানা

By Daily Satkhira

February 17, 2018

ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে এক গ্রাহককে জরিমানা করা হয়েছে। গ্রাহকের নাম লুৎফর রহমান শেখ (৪৩)। সে উমরাপাড়া গ্রামের মৃত জহির উদ্দীন শেখের পুত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়, লুৎফর রহমান গত ৫ মাস ধরে বাড়ির আবাসিক মিটারের বিদ্যুৎ ব্যবহার করে কৃষি কাজ করে আসছিল। শনিবার সকালে এলাকাবাসীর অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ব্রহ্মরাজপুর পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের কর্মকর্তারা অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে অভিযানে যায়। এ সময় তারা আবাসিক সংযোগের মিটারে পানির মটর ব্যবহার করে কৃষিকাজ করার বিষয়টি হাতে-নাতে ধরে ফেলে এবং গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তীতে ব্রহ্মরাজপুর পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে হাজির হয়ে গ্রাহকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত দেয়। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির টেকনিক্যাল ও কারিগরি বিভাগ এ প্রতিনিধিকে জানায়, বাড়ির আবাসিক মিটার থেকে পানির মটর ব্যবহার করে কৃষিকাজ করার নিয়ম নেই। সম্পূর্ন অবৈধভাবে গ্রাহক ফাঁকি দিয়ে এ কাজটি করছিল। গ্রাহকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবমিলিয়ে তাকে আনুমানিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টেকনিক্যাল ও কারিগরি বিভাগ আরো জানায়, জরিমানার টাকা পরিশোধ ও গ্রাহক অঙ্গীকারনামা দিয়ে সমিতির নিয়ম-কানুন মেনে আবেদন করলে গ্রাহক পুনরায় সংযোগ পেতে পারেন। ব্রহ্মরাজপুর পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।