ফিচার

সাতক্ষীরায় জেলা বিএনপির ২১ শীর্ষ নেতার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা মামলা

By Daily Satkhira

February 18, 2018

নিজস্ব প্রতিবেদক : ১৭,১৮ ও ২০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় নিদের্শনা অনুযায়ী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবিতে গণস্বাক্ষর ও বিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে নিজ বাড়িতে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি, সাবেক সাধারণ সম্পাদকদ্বয় এড. সৈয়দ ইফতেখার আলী ও আব্দুল আলীম, সাধারণ সম্পাদক তরিকুল, সহ-সভাপতি আব্দুর রউফ, এড. তোজাম্মেল হোসেন তুজামসহ ২১ নামের মামলা দায়ের করা হয়েছে। সদর থানার এস আই প্রদীপ রায় বাদী হয়ে ১৭ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া মুক্তির দাবিতে ১৭,১৮ ও ২০ ফেব্রুয়ারি বিএনপির সারাদেশে গণস্বাক্ষর ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। এ কর্মসূচি সফল করার জন্য ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতাউল্লাহ পলাশের নিজ বাড়ী কাটিয়া আমতলা এলাকায় কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা ও গোপন বৈঠক করে। এধরনের গোপন সংবাদের ভিত্তিতে সদর থানায় এস আই প্রদীপ রায়ের নেতৃত্বে সেখানে অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ৩/৪টি ককটেল বোমা ফাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ঘটনাস্থল থেকে কাটিয়া এলাকার মুনসুর আলী’র ছেলে ও সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, খানপুর এলাকার মৃত. ছহিলুদ্দিন সরকারের ছেলে রেজাউল ইসলাম, আগরদাড়ী এলাকার মৃত. গোলাম রব্বানির ছেলে আব্দুল গাজী ও বাবুলিয়া এলাকার মৃত. জালাল সরদারের ছেলে আবুল কালামকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে প্রায় ৪০ থেকে জন্য নেতাকর্মী পালিয়ে যেতে সক্ষম হয়। এঘটনায় এস আই প্রদীপ রায় বাদী ২১ জনের নামে ওই রাতেই মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হলেন, বকচরা এলাকার মৃত কওছার আলীর ছেলে আসাদুজ্জামান বিল্লাল, পলাশপোল দক্ষিণপাড়া এলাকার শেখ অহেদার রহমানের ছেলে তারিকুল ইসলাম, খেজুরডাঙ্গা গ্রামের মৃত. আবুল কাশেমের ছেলে চেয়ারম্যান আব্দুল আলিম, আলীপুর এলাকার মৃত. আব্দুস সাত্তার সরদারের ছেলে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রউফ, পুরাতন সাতক্ষীরা এলাকার রেজাউল করিমের ছেলে জেলা যুবদলের সাধারণ আইনুল ইসলাম নান্টা, কামালনগর এলাকার মৃত. রহিল উদ্দিন মুহুরির ছেলে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী, পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত. মোহাম্মাদ সরদারের ছেলে জেলা বিএনপির সহ-সভাপতি তোজাম্মেল হক তুজাম, কামালনগর এলাকার আব্দুস সামাদের ছেলে জেলা যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, কাটিয়া এলাকার মোশাররফ হোসেনের ছেলে পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন, মুন্সিপাড়া এলাকার মুন্সি আব্দুর রশিদের ছেলে জেলা কৃষকদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, পলাশপোল প্রগতিলেন এলাকার মৃত. মোকছেদ আলীর ছেলে বিএনপি নেতা ইউসুফ, একই এলাকার জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুক, কামালনগর এলাকার আবুল হোসেনের ছেলে পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, পাটকেলঘাটা এলাকার মৃত. হাসান আওরঙ্গীর ছেলে বাসারত উল্লাহ আওরঙ্গী উরফে বাবলা, নলতার মাগুরালী এলাকার সিয়ামত আলী বিশ্বাসের ছেলে বিএনপি নেতা ডা: শফিকুল ইসলাম, আশাশুনির কচুয়া এলাকার মোছেল উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম ও কালিগঞ্জের ধলবাড়ি এলাকার দাউদ আলীর ছেলে আব্দুস সাত্তার। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।