খেলা

তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার লিড ৩৮৮

By Daily Satkhira

November 06, 2016

অনলাইন ডেস্ক: প্রথম ইনিংসে মাত্র ২৪২ রান করে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে বিশাল লক্ষ্য দাঁড় করানোর পথে রয়েছে।

তৃতীয় দিন শেষে জেপি দুমিনি ও ডিন এলগারের শতকে ৩৮৮ রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে দক্ষিণ আফ্রিকার মোট সংগ্রহ ৬ উইকেটে ৩৯০ রান।

কুইন্টন ডি কক ১৬ ও ভার্নন ফিল্যান্ডার ২৩ রানে অপরাজিত আছেন। শনিবার ওয়াকায় ২ উইকেটে ১০৪ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় সেশনের শেষ ওভারে ডুমিনিকে আউট করে ২৫০ রানের জুটি ভাঙেন সিডল। তার আগে নিজের পঞ্চম শতক পূর্ণ করেন ডুমিনি।

ডুমিনি ২২৫ বলে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসটি ২০টি চার ও একটি ছক্কায় সাজানো। এদিকে ১২৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এলগার। ১৭টি চার ও একটি ছক্কায় এ ইনিংস সাজিয়েছেন এলগার।

এদিকে নিজেদের প্রথম ইনিংসে বিনা উইকেটে দেড়শ রান পার করেও মাত্র ২৪৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।