খেলা

কিউইদের হারিয়েও ফাইনাল থেকে ছিটকে গেল ইংল্যান্ড

By Daily Satkhira

February 19, 2018

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের সঙ্গে শেষ টি-২০ ম্যাচ জিতলেও ফাইনাল অধরা রইল ইংলিশদের জন্য৷ বিধ্বংসী কলিন মুনরোর দৌলতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-নিউজিল্যান্ড ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড৷

প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং ব্যাটিংয়ে ধ্বস নামে ইংলিশদের৷ চার নম্বর ওভারে মাত্র ২৪ রানেই দু উইকেট পড়ে যায় ইংলিশদের৷ শুরতেই মনে হচ্ছিল এই ম্যাচটিও হারতে চলেছে তারা৷ কিন্তু সেখান থেকেই সমস্ত হিসেব পাল্টে যায় ইংলিশ অধিনায়ক ইয়ান মর্গান এবং মালান জুটিতে৷ ছয়টি ৬ এবং ৪ টি চারের সাহায্যে ৪৬ বলে ৮০ রানে অপরাজিত থাকেন মর্গান৷ ৩৬ বলে ৫৩ রান করে আউট হন মালান৷ ২০ ওভারে ইংল্যান্ড ১৯৪ রান তোলে৷

১৯৫ রানের লক্ষ্য নিয়ে রানের জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক মরগানের ৪৬ বলে অপরাজিত ৮০ রানে ভর করে শেষ টি-২০ ম্যাচটি জেতে ইংলিশরা৷ হ্যামিলটনে প্রথম ব্যাট করতে নেমে দুই কিউই ওপেনার কলিন মুনরো এবং মার্টিন গাপ্তিল ৫৭ ও ৬২ রানের দুটি ঝোড় ইনিংস খেলেন৷ মুনরোর ইনিংসটি ৩ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল৷ নীচের দিকে ব্যাট করতে নেমে ৩০ বলে ৩৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মার্ক চাপম্যান৷

কিউইদের সঙ্গে ২ রানে ম্যাচ জিতলেও ত্রিদেশীয় সিরিজের ফাইনাল থেকে ছিটকে গেছে ইংল্যান্ড৷ ২১ ফেব্রুয়ারি এডেন পার্কে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড৷