সাতক্ষীরা

তুজুলপুরে প্রকৃতিতে প্রাপ্ত কুড়িয়ে পাওয়া অচাষকৃত শাক সবজির পাড়া মেলা

By Daily Satkhira

February 19, 2018

মাহফিজুল ইসলাম আককাজ : প্রকৃতিতে প্রাপ্ত কুড়িয়ে পাওয়া অচাষকৃত শাক সবজির পাড়া মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদরের তুজুলপুর কৃষক ক্লাব প্রাঙ্গণে কৃষক ক্লাবের আয়োজনে ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় কৃষক ক্লাবের সভাপতি সাংবাদিক ইয়ারব হোসেনের সভাপতিত্বে পাড়া মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘গ্রামাঞ্চলে যে সব শাক সবজি হারিয়ে যেতে বসেছে সেই শাক সবজির মেলার আয়োজন একটি ভাল উদ্যোগ। এধরনের শাক সবজিতে প্রচুর ভিটামিন আছে। তাই এগুলো সবাইকে বেশি বেশি খেতে হবে। পুষ্টি সমৃদ্ধ কুড়িয়ে পাওয়া অচাষকৃত শাক সবজির গুণাগুণ সম্পর্কে সকলকে সচেতন করতে হবে। তাহলে এধরনের মেলা সফল হবে।’ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা সুলেখা দাস, রুখসানা পারভীন, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, উপ-সহকারি কৃষি অফিসার কিরণ¥য় সরকার, মরিয়াম খাতুন, বারসিক কর্মকর্তা আসাদুল ইসলাম প্রমুখ। এসময় প্রকৃতিতে প্রাপ্ত কুড়িয়ে পাওয়া অচাষকৃত শাক সবজির পাড়া মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রায় শতাধিক প্রতিযোগি নারী ও শিশু প্রকৃতিতে প্রাপ্ত কুড়িয়ে পাওয়া অচাষকৃত শাক সবজির পাড়া মেলায় অংশ নেয়।