কালিগঞ্জ

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট, কালিগঞ্জে যুবলীগ নেতা শ্রীঘরে !

By Daily Satkhira

February 19, 2018

তরিকুল ইসলাম লাভলু: দাবীকৃত যৌতুক না পেয়ে স্বামী, শ্বাশুড়ী এবং ভগ্নিপতি কর্তৃক স্ত্রীকে মারপিটের ঘটনায় জাকির হোসেন (৩০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত ১০টার সময় পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত জাকির হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাড়াশিমলা গ্রামের মৃত রমজান আলী ওরফে বাচার পুত্র। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক ই¯্রাফিল হোসেন ও অভিযোগ সুত্রে জানা যায়, জাকির হোসেন প্রায় ১৮ মাস আগে উপজেলার কাঁকশিয়ালী গ্রামের মৃত মুনসুর জমাদ্দারের কন্যা মনজুয়ারা খাতুন পিংকিকে শরিয়ত মোতাবেক বিবাহ করে। বিয়ের পর হইতে এক লক্ষ টাকা যৌতুক দাবী করে আসছেন। যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে সে বাবার বাড়িতে অবস্থান করছিল। গত রবিবার সকাল আনুমানিক ১০টার সময় জাকির হোসেন তার দলবল নিয়ে শ্বশুর বাড়িতে যেয়ে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে বেধড়ক পিটিয়ে জখম করে। এব্যাপারে মনজুয়ারা খাতুন ওরফে পিংকি বাদী হয়ে তার স্বামীসহ গত রবিবার রাতে ৩ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৮। গতকাল গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা জাকির হেসেন কে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।