কে.এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটায় ৩৯ তম জাতীয় ও বিজ্ঞান মেলা ২০১৮’র উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় উপজেলাস্থ মুক্ত মঞ্চে একটি বর্নাঢ্য র্যালী ও পরে মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শুরুতে র্যালীটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। এসময় দেবহাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা অসিত বরন রায়, অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ষ্টল প্রদর্শন করেছে। মঙ্গলবার মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।