নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের জজ কোর্টের সামনে থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানের নেতৃত্বে উক্ত ঝটিকা মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিল থেকে এ সময় বিএনপি চেয়াপর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানানো হয়। পরে মিছিলটি খুলনা রোডে মোড়ে যাওয়ার আগেই পুলিশি গ্রেপ্তার এড়াতে নেতা-কর্মীরা ছত্র ভঙ্গ হয়ে যায়।