নুরনগর প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল চলা কালীন সময়ে শ্রেণি কক্ষে ঢুকে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরন করেছে ইউপি মেম্বার মাসুম বিল্লা সুজন। অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ হযতর আলী সহ একাধিক অভিভাবকগন এর প্রতিকার চেয়েছেন। ঘটনা সূত্রে জানা যায়, রতনপুর ইউনিয়নের ৪নং ওর্য়াডের মেম্বার সুজন, সময় অসময়ে স্কুলে প্রবেশ করে বিভিন্ন শ্রেণি কক্ষে ঢুকে শিক্ষার্থীদেরকে ভয়ভীতি সহ হুমকি ধামকি দিয়ে থাকে। তিনি এলাকার প্রভাবশালী হওয়ায় শিক্ষকবৃন্দ বহু দিন যাবৎ কিছু বলতে পারেন না। সব কিছু নিরবে সহ্য করে আসছেন তারা। কিন্তু বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা প্রতিবাদ মুখর হয়ে তাদের সব অভিযোগ গুলো সাংবাদিকদের জানিয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। সরেজমিনে গেলে অত্র স্কুলের শিক্ষার্থীরা মেম্বার মাসুম বিল্লা সুজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে তারা বলে আমাদের ক্লাস চলাকালিন সময়ে শিক্ষককে থামিয়ে তিনি বিভিন্ন আলোচনা শুরু করেন। তিনি নিজের আধিপত্য দেখানোর জন্য ছাত্র/ছাত্রীদের টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেবেন বলে হুমকি দেন। একথা জানায় ঐ স্কুলের ৯ম শ্রেণির ছাত্র/ছাত্রীরা। অন্যদিকে এহেন আচরনে অভিভাবকবৃন্দ হতাশ হয়ে স্কুলের প্রধান শিক্ষক বরাবর জানায়। এবং প্রধান শিক্ষক সুজনের অশালীন আচরনের কথা স্বীকার করে বলেন আমিও হতাশ। একথা শুনে অভিভাবকরা মেম্বার সুজনের সাথে কথা বলতে গেলে মেম্বার সুজন তাদেরকে বিভিন্ন ভয় দেখান এবং এখানেই থেমে যেতে বলেন। এবিষয়ে সাংবাদিকরা ঘটনা স্থলে গেলে মেম্বার সুজন সাংবাদিকদের প্রতিবেদন বন্ধ করতে বিভিন্ন ভাবে ম্যনেজ করার চেষ্টা সহ মোটা টাকার প্রলোভন দেখায়। মেম্বার মাসুম বিল্লা সুজনের এহেন আচরনের প্রতিকারের জোর দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসি।