আশাশুনি

আশাশুনি কাদাকাটিতে ৭৩ হাত লম্বা প্রতিমায় বিশ্বরূপ পূজা

By Daily Satkhira

February 20, 2018

মইনুল ইসলাম: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তালবাড়িয়ায় তিন দিন ব্যাপী বিশ্ব শান্তি ও সকল মানব জাতির মঙ্গল কামনায় উদ্যাপিত হবে শ্রীশ্রী ভগবান শ্রীকৃষ্ণের ৭৩ হাত লম্বা কৃষ্ণ বিশ্বরূপ পূজা বুধবার থেকে শুরু। শ্রীকৃষ্ণ বিশ্বরূপ পূজা অনুষ্ঠানরে সকল প্রস্তুতি সম্পন্ন।

জানা গেছে,তালবাড়িয়া গ্রামের কালীপদ মন্ডলরে পুত্র অর্জুন কুমার মন্ডল ব্যক্তিগত উদ্যোগে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা ও এলাকার শান্তি -সম্প্রীতি অটুট রাখার মনোস্কামনা নিয়ে পূজার আয়োজন করেছেন। বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার ও শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ পুজা অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৭৩ হাত লম্বা এ মুর্তিটি একই ইউনিয়নের টেংরাখালী গ্রামের ভাঙ্কর সুশান্ত, কৃষ্ণপদ, আনন্দ, অনিল, স্বপন, গোয়ালডাঙ্গা গ্রামের মুকুল, হোসেনপুর গ্রামের সঞ্জয় ও নিরাঞ্জন সরকার দীর্ঘ একমাস ধরে এই মুর্তিটি নির্মাণ করেছেন। উক্ত পুজার উদ্যোক্তা অর্জুন মন্ডল জানান, ইতি পূর্বে তিনি ১৪ হাত উচ্চতার কালী পূজা শুরু করেন। পরবর্তীতে ২২ হাত উচ্চতার কালী পূজা, ৫১হাত উচ্চতার কালীপূজা, ৭১হাত উচ্চতার কালীপূজাও করেছেন। তিনি দীর্ঘ ৭৩হাত উচ্চতার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন ও পূজায় সকলকে আমন্ত্রন জানিয়েছেন।