কালিগঞ্জ

কালিগঞ্জে দুই দিন ব্যাপী আয়কর মেলা

By daily satkhira

November 06, 2016

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে আয়করের বার্তা পৌছে দেয়া, কর বান্ধব পরিবেশ সৃষ্টি, সর্বোপরি করদাতার সংখ্যা বৃদ্ধি ও কর প্রদান কার্যক্রম সহজ করার লক্ষ্যে রোববার সকাল ৯ টায় কালিগঞ্জে দু’দিন ব্যাপী আয়কর মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উপ-কর কমিশন খুলনা অঞ্চল ১৬ এর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে খুলনা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আয়কর মেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দীন হাসান। সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-কর কমিশনার (সর্কেল-১৩) উজ্জ্বল কুমার সরদার, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী, মথুরেশপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে করদাতা ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। ৬ ও ৭ নভেম্বর দু’দিন ব্যাপী আয়কর মেলায় নতুন করদাতাদের টিআইএন সার্টিফিকেট প্রদান, টিআইন রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশন, কর অধিক্ষেত্র সংক্রান্ত পরামর্শ ও করের টাকা প্রদান, আয়কর রিটার্ন দাখিলে সহযোগিতা করাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। এই করমেলায় সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সেবা প্রদান করা হচ্ছে।