দেবহাটা

দেবহাটায় সরকারি চাউল আতœসাতের ঘটনায় সঠিক বিচারের দাবি

By daily satkhira

November 06, 2016

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের চাঞ্চল্যকর ভিজিএফ’র ৫৫ বস্তা সরকারি চাল আতœসাত ও বিক্রয় মামলার ২ মাসের বেশি সময় অতিবাহিত হলেও ব্যবস্থা গ্রহন না করায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাছাড়া আসামিরা পুনরায় বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। উল্লেখ্য যে, ১০/০৯/১৬ তারিখে সরকারি সম্পত্তি আতœসাত ও বিক্রয় করায় পুলিশ বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের পর থেকে অপরাধীরা এলাকায় ছেড়ে আতœগোপন করে। বর্তমানে রাস্তাঘাটে, বাজারে, উপজেলার বিভিন্ন সভা সেমিনারে, বিভিন্ন চায়ের দোকানে অবস্থান মিলছে। উক্ত চাউল আতœসাতের ২ দফায় অভিযান চালিয়ে ২২ বস্তা চাল উদ্ধার হয়। পরে দেবহাটা থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান বাদী হয়ে ৪০৯/১০৯ ধারায় ১০/০৯/২০১৬ তারিখে ৪নং মামলা দায়ের করেন। চাঁদপুর গ্রামের মৃত দারবক সরদারের পুত্র উপজেলা বিআরডিপি’র চেয়ারম্যান ও তৎকালিন নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমকে এ মামলার প্রধান আসামি, রামনাথপুর গ্রামের রশির সরদারের পুত্র ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুজ্জামান সরদারকে ২য় আসামি, বেজরআটি গ্রামের কামাল উদ্দীনের পুত্র ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আসমোতুল্লাহ আসমানকে ৩য় আসামিসহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। আগামি ৮/১১/২০১৬ তারিখে মামলার শুনানির দিন থাকায় ইউনিয়নবাসী সুবিচারের আশা করছেন। তাছাড়া বর্তমানে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না হওয়ায় এলাকায় প্রভাবশালিদের ছত্রছায়ায় অধিপত্য বিস্তারের পাশাপাশি মামলার স্বাক্ষী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিউল্লা ময়না, আনিছুর রহমান বকুল, আছাদুজ্জামান রবসহ অন্যদের হুমকি প্রদান করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তাই আসামীদের বিরুদ্ধে উল্লেখ যোগ্য আইনানুগ ব্যবস্থা গ্রহনে সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা দায়রা জজ ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।