আশাশুনি

বিনম্র শ্রদ্ধায় আশাশুনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By Daily Satkhira

February 21, 2018

মোস্তাফিজুর রহমান: আশাশুনিতে বিনম্র শ্রদ্ধায় মহান ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার রাত ১২: ০১মিনিটে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। বিশ্বের মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত দেওয়ার ইতিহাস সৃষ্টির দিনে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানার নেতৃত্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, থানা অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহীনের নেতৃত্বে আশাশুনি থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, শোভনালী আ’লীগ সভাপতি ম মোনায়েম হোসেন ও বুধহাটা ইউপি চেয়ারম্যান মোছাদ্দেকের নেতৃত্বে আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, উপজেলা আ’লীগের সেক্রেটারী শহিদুল ইসলাম পিন্টুর নেতৃত্বে আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, অধ্যক্ষ মিজানুর রহমানের নেতৃত্বে আশাশুনি সরকারী কলেজ, অধ্যক্ষ সাইদুর রহমানের নেতৃত্বে আশাশুনি মহিলা কলেজ, আশরাফুন নাহার নারগিসের নেতৃত্বে আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সভাপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আশাশুনি রিপোর্টার্স ক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিৎ বৈদ্য’র নেতৃত্বে পূজা উদযাপন পরিষদ, চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলনের নেতৃত্বে সদর ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমানের নেতৃত্বে জেলা পরিষদ, সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী ও সেক্রেটারী রনজিৎ বৈদ্য’র নেতৃত্বে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ, সভাপতি বাংলাদেশ হিন্দু মহা জোট আশাশুনি’র নেতৃত্বে উত্তম কুমার দাশ, সভাপতি মোল্যা রফিকুল ইসলাম ও সেক্রেটারী স,ম সেলিম রেজা সেলিমের নেতৃত্বে আশাশুনি ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ, স,ম সেলিম রেজা সেলিমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সভাপতি বদিউজ্জামান মন্টু ও সেক্রেটারী রাকিবুল ইসলামের নেতৃত্বে আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, সভাপতি আশরাফুন্নাহার নার্গিস নেতৃত্বে শিক্ষক পরিষদ, সভাপতি জুবায়ের হোসেন লাল্টু ও সেক্রেটারী আবুল হাসানের নেতৃত্বে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। জীবনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে ভাষা শহীদের আদর্শ ও মুক্তিযুদ্ধোর চেতনায় অসপ্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা প্রত্যায় নিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান নেতৃত্বে মাল্যদান শেষে শপথ বাক্য পাঠ করানো হয়। আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তলন, প্রভাত ফেরী, উদ্বোধনী সংগীত, আলোচনা সভা, রচনা ও কবিতা প্রতিযোগীতা, চিত্রঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জোহরবাদ শহীদের রূহের মাহফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।