তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালায় ভন্ড কবিরাজ আলী মোহাম্মদ মুন্না ওরফে মুন্নারাজ খানকে আটক করা হয়েছে। রবিবার সকালে তালা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার জালালপুর গ্রামের আজব জিনের বাদশা আস্তানা থেকে কথিত জিনের বাদশা শেখ শওকত আলীর পুত্র আলী মোহাম্মদ মুন্না ওরফে মুন্নারাজ খানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে দুপুর ২ টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফরিদ উদ্দিন তাকে ২ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে। এদিকে এলাকাবাসী তার গ্রেফতারের খবরে প্রশাসন ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে কথিত জিনের বাদশা মুন্নারাজের ভন্ডামীর আরও অনেক অপকর্মের কাহিনী বর্ণনা করেন। ভুক্তভোগী অনেকেই জানান, জিনের সাক্ষাত পাইয়ে দেওয়ার কথা বলে ভন্ড মুন্না তার কাছে আগত নারীদের শ্লীলতাহানীর বহু ঘটনার বর্ণনা দেয়। উল্লেখ্য, তালা উপজেলার জালালপুর গ্রামের শেখ শওকত আলীর পুত্র আলী মোহাম্মদ মুন্না ওরফে মুন্নারাজ খান “আল¬াহর দান” নামে জিনের বাদশা’র আস্তানা খুলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। গত বুধবার তালার কর্মরত কয়েকজন সাংবাদিক সরেজমিন ঘুরে কয়েকটি আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশ করলে প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেয় এবং তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফরিদ উদ্দিন তাকে ২ মাসের কারাদন্ড প্রদান করেন। তালা ওসি মোঃ ছগীর মিঞা জানান, ডিজিটাল যুগে জিনের চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণার দায়ে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।