তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার সদর ও জালালপুর ইউনিয়নের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারের মাঝে ক্ষুদ্র ব্যবসা, গবাদি পশু ও হাঁস-মুরগী পালনের জন্য নগদ টাকা বিতরণ করা হয়। ইকো’র অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উত্তরণ এর বাস্তবায়নে রবিবার দুপুরে তালা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ টাকা বিতরণ করেন তালা নির্বাহী অফিসার উপজেলা মোঃ ফরিদ হোসেন। ক্ষুদ্র ব্যবসা ও গবাদি পশু,হাঁস-মুরগী পালনের জন্য নগদ ১৮ হাজার টাকার মধ্যে ১ম কিস্তির ৯ হাজার টাকা করে বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর প্রজেক্ট ম্যানেজার সত্যজিত রায়। এদিকে একই প্রকল্পের আওতায় রোববার জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৫৫ পরিবারের মাঝে গবাদি পশু,হাঁস-মুরগী পালনের জন্য নগদ ১৮ হাজার টাকার মধ্যে ২য় কিস্তির ৯ হাজার টাকা করে বিতরণ করা হয়। উক্ত নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর প্রজেক্ট ম্যানেজার সত্যজিত রায়। এসময় এ সময় উত্তরণ এর প্রজেক্ট অফিসার নাজমা আক্তার, উত্তরণের পার্থ কুমার দে, সাজ্জাদ হোসেন, শিমুল কুমারসহ সংশ্লিষ্ট ইউনিয়নের সচিব এবং পুরুষ ও মহিলা মেম্বরগণ উপস্থিত ছিলেন।