বিনোদন

ফের বিতর্কে প্রিয়াঙ্কা

By Daily Satkhira

February 22, 2018

কিছুদিন আগেই সিকিমকে ‘অশান্ত রাজ্য’ বলে বিপদে পড়েছিলেন। এতটাই ঝামেলা হয়েছিল যে পরে মাফ চেয়ে রফা করতে হয়েছিল।

এবার ভারতের উত্তর-পূর্বের রাজ্য আসামে বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী রাজ্যটির পর্যটন সংস্থার শুভেচ্ছাদূত। কিছুদিন আগেই প্রিয়াঙ্কার ছবি দিয়ে পর্যটন ক্যালেন্ডার বের করেছে কর্তৃপক্ষ।

বিপত্তিটা সেখানেই। ছবিতে ‘স্বল্প পোশাকে’ প্রিয়াঙ্কার উপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের বিরোধী দল কংগ্রেস। দলের দুই এমএলএ নন্দিতা দাস ও রূপজ্যোতি কুরমি পর্যটন ক্যালেন্ডারে প্রিয়াঙ্কার ‘ক্লিভেজ প্রদর্শনী’কে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। কুরমি বলেন, ‘আসাম সরকারের উচিত রাজ্যের সমাজ-সংস্কৃতির প্রতি শ্রদ্ধা দেখানো। সরকারের জানা উচিত কিভাবে রাজ্যের ঐতিহ্য রক্ষা করতে হয়। ক্যালেন্ডারের ছবিটি মোটেই রুচিশীল নয়, ফ্রক মোটেই আসামের সংস্কৃতির অংশ নয়।

’ এমন সমালোচনার মুখে পর্যটন কর্তৃপক্ষ আর আসাম রাজ্য সরকার দাঁড়িয়েছে অভিনেত্রীর পাশেই। আসাম পর্যটন উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জয়ন্ত মালা বলেন, ‘আসামকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে।

এটা মূলত আন্তর্জাতিক বিভিন্ন ট্যুর অপারেটর ও সংস্থায় পাঠানো হবে। প্রিয়াঙ্কা চোপড়া যেহেতু একজন আন্তর্জাতিক অভিনেত্রী, তাই ক্যালেন্ডারে তাঁর ছবি দেওয়া হয়েছে। এই ছবি আসামের সংস্কৃতিকে খাটো করেনি। ’

প্রিয়াঙ্কার সমর্থনে মুখ খুলেছেন রাজ্যের পর্যটনমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কংগ্রেসের অবস্থানকে সস্তা জনপ্রিয়তা পাওয়ার কৌশল হিসেবে উল্লেখ করেছেন। প্রিয়াঙ্কার পোশাক নিয়ে বিতর্ক অবশ্য এই প্রথম নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় অভিনেত্রী স্বল্পবসনা ছিলেন—এই দুয়ো তুলে ট্রল করা হয়েছিল তাঁকে।