পাটকেলঘাটা

কুমিরায় আওয়ামীলীগ নেতা কর্তৃক অসহায় মহিলা লাঞ্চিত

By daily satkhira

November 06, 2016

কুমিরায় আওয়ামীলীগ নেতা কর্তৃক অসহায় মহিলা লাঞ্চিত নিজস্ব প্রতিবেদক: পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর চাউল নিতে এসে কুমিরা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের হাতে লাঞ্চিত হলেন কুমিরা গ্রামের মানিক সরদারের স্ত্রী সুফিয়া বেগম। নির্যাতিতার পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার কুমিরা ইউনিয়ন পরিষদে খাদ্য বান্ধব কর্মসূচীর স্বল্পমূল্যের চাউল নিতে এসে বিপাকে পড়েন সুফিয়া বেগম। কুমিরা ইউনিয়নের ৩জন ডিলারের মধ্যে কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অন্যতম। তার ডিলারাধীন সকল দুস্থদের  কার্ড জমা রাখেন তার নিজের কাছে। রবিবার দুপুর ১২টার সময় সুফিয়া বেগম ডিলার রফিকুলের কাছে কার্ড চাইলে তিনি কার্ড দিতে গড়িমসি করেন। কথা কাটাকাটির একপর্যায়ে ডিলার রফিকুল সুফিয়া বেগমের কানে সজোরে লাথি মারলে তার কানের দুল ছিড়ে রক্তাক্ত জখম হয়। সুফিয়া বেগমের স্বামী মানিক সরদার জানতে পেরে এগিয়ে এলে ডিলার মালিক তাকেও এলোপাতাড়ি ভাবে মেরে রক্তাক্ত জখম করে। এ বিষয়ে সুফিয়া বেগম কুমিরা ইউপি চেয়ারম্যান মোস্তফা-কে জানালে তিনি অভিযোগ নিতে অস্বীকার করেন। সদ্য নির্বাচিত চেয়াম্যান কুমিরা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মো: আজিজুল ইসলামকে ঘটনাটি জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনা লোক মুখে শুনেছি তবে এ কাজটি করে কুমিরা আওয়ামীলীগকে বদনাম করা রফিকুলের উচিৎ হয়নি। পরবর্তীতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরণাপন্ন হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি সত্য। আমার কাছে অভিযোগ এসেছিলো এবং উপজেলা চেয়ারম্যান নিজ দায়িত্ব নিয়ে এ বিষয়টি মিমাংসা করার কথা বলেছেন।