সাতক্ষীরা

বাঙালী জাতি সাহসী ও বীরের জাতি — এমপি রবি

By daily satkhira

February 22, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা ও স্বাধীনতা পেয়েছি তাদেরকে এ বাঙালী জাতি কখনও ভূলবেনা। বাঙালী জাতি সাহসী ও বীরের জাতি। কঠিন পরিশ্রম, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে মায়ের ভাষা বাংলাকে বিশ^বাসী আজ আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। যাদের জন্য এ পাওয়া সেই বীর শহিদদের এ জাতি কখনও ভূলবেনা।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোতাকাব্বির আহমেদ, জেলা লেডিস ক্লাবের সভানেত্রী জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ, অধক্ষ আব্দুল হামিদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সবশেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।