সাতক্ষীরা

ডাঃ এম.আর খানের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

By daily satkhira

November 06, 2016

এমপি রবি’র শোক: আন্তর্জতিক খ্যাতিসম্পন্ন দেশ বরেণ্য ব্যক্তিত্ব সাতক্ষীরার কৃতি সন্তান জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেজ্ঞ ডা. এম আর খনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, বিশ্ববরেণ্য প্রথিতযশা মহনুভব সৃষ্টিশীল কর্মবীর ব্যক্তিত্বকে হারাল এই মহা চিকিৎসা বিজ্ঞানীকে। তাকে হারানোর বেদনায় আমরা মর্মাহত, বেদনাহত দেশের কোটি কোটি মানুষ। এই বিশ্ববরেণ্য ব্যক্তিকে হারানোর শুন্যতা কখনও পূরন হওয়ার নয়। ইউনানী মেডিক্যাল : বিশিষ্ট শিশু চিকিৎসক ও জাতীয় অধ্যাপক ড. এম আর খান এর মৃত্যুতে বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে, মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মেডিকেল এসোসিয়েশনের বিইউএমএর প্রধান উপদেষ্টা সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, উপদেষ্টা ডাঃ আলহাজ্ব আবুল কালাম বাবলা, উপদেষ্টা হাকীম রাজু আহমেদ, শফিক উদ দৌলা সাগর, এড. আকবর আলী, সভাপতি হাকীম এম এ কাশেম শিকদার, সহ: সভাপতি হাকীম প্রভাষক মো: আজাদ মাহমুদ,  সাধারণ সম্পাদক হাকীম মোঃ আমিরুল ইসলাম, সহ: সাধারণ সম্পাদক হাকীম মো: আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হাকীম এম. এ হোসেন, কোষাধ্যক্ষ হাকীম মো: আবুল কাশেম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাকীম জি এম মফিজুর রহমান সিদ্দিকি, দপ্তর সম্পাদক হাকীম জি এম জাহাঙ্গীর আলম, সমাজ কল্যাণ সম্পাদক হাকীম মোছা: সামছুন্নাহর, কার্যকরী সদস্য হাকীম মো: অব্দুল জলিল (লিটন), হাকীম রবিউল ইসলাম (ডালিম), হাকীম অধ্যাপক মো: গোলাম হাসান, হাকীম আলী হোসেন, হাকীম এরফান আলী মোড়ল, হাকীম কামরুল ইমলাম প্রমুখ। এছাড়া কেন্দ্রীয় কমিটি ও খুলনা ইউনানী মেডিকেল কলেজের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জেলা জাপা :  জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জাপা চেয়ারম্যানের তথ্য বিষয়ক উপদেষ্টা সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন, সহ সভাপতি নুরুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদুর রহমান খালিদ, সাংগঠনিক সম্পাদক শেখ মঈনুর রশিদ, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, আশিকুর রহমান বাপ্পি, সহ সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, পৌর সভাপতি কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা যুব সংহতির সভাপতি শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সাধারণ সম্পাদক আবু তাহের, ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক কাইসারুজ্জামান হিমেল, নজরুল ইসলাম রাজু, বদরুজ্জামান বদু, শাহিনুর রহমান, সদস্য সচিব আকরামুল ইসলাম, ছাত্র সমাজ নেতা রাজ, সুমন, পাভেল, আকাশ, রুমি, বাবু, রিমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। তালা উপজেলা আ’লীগ : চলে গেলেন সাতক্ষীরা তথা বাংলাদশের খ্যাতিমান শিশুরোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ডা: এম আর খান শনিবার বিকালে ঢাকার সেন্টাল হাসপাতলে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশেষ ত্যাগ করেন, তার আত্মার শান্তি কামনা করে শোক জানিয়েছেন সাবেক এমপি আলহাজ্ব ইজ্ঞিনিয়ার শেখ মুজিবুর রহমান, বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. মতিউর রহমান, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলা,তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার, পাটকেলঘাটা কলেজের অধ্যক্ষ ওয়াজিহুর রহমান খান, অধ্যাপক আব্দুল গফ্ফার, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক নাজমুল হক, অধ্যাপক সরদার নুরুল ইসলাম, কুমিরা মহিলা কলেজের অধ্যক্ষ  লুৎফুন আরা জামান, উপাধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম প্রমুখ। সরকারি কলেজ: বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মৃত্যুতে সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। শোক বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, উপাধ্যক্ষ দীনবন্ধু দেবনাথ, শিক্ষক পর্ষদ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। জেলা ছাত্র মৈত্রীর: সাতক্ষীরার কৃতি সন্তান জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, জেলা শাখার সভাপতি প্রণয় সরকার, সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি, সাংগঠনিক দেবাশীষ সরকারসহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা বলেন, চলে গেলেন জাতীয় অধ্যাপক ডা. এম আর খান। যিনি রাসুলপুর তথা সাতক্ষীরা তথা বাংলাদেশকে বিশ্বের বুকে এঁকে দিয়েছেন পরম কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম, মহনুভবতা চিকিৎসার যাদুকরি ছোওয়ায়। তাকে হারিয়ে সাতক্ষীরাবাসী এক মহান ব্যক্তিকে হারিয়েছেন। জেলা ওয়ার্কার্স পার্টি: সাতক্ষীরার কৃতি সন্তান, জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক কমরেড মোঃ মহিবুল্লাহ মোড়ল, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সাবীর হোসেন, এড. ফাহিমুল হক কিসলু, উপাধ্যক্ষ ময়নুল হাসান, জেলা কমিটির সদস্য কমরেড সরদার রফিকুল ইসলাম, আব্দুল জলিল মোড়ল, আব্দুর রউফ, স্বপন কুমার শীল, সুভাশিষ পাল, নাসরীন খান লিপি, মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল সরকার প্রমুখ