সাতক্ষীরা

ব্রহ্মরাজপুর বাজারে অর্ধ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ উদ্বোধন

By Daily Satkhira

February 23, 2018

ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে সদর উপজেলা চেয়ারম্যানের ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিসিআরআইপি প্রকল্পের উন্নয়ন কাজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু উন্নয়ন কাজ উদ্বোধন করেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সদর উপজেলা পরিষদের সহকারী প্রকৌশলী জাহানারা খাতুন, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও মেম্বার নুর ইসলাম মাগরেব, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার অজিয়ার রহমান, ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সরদার, সাধারণ সম্পাদক শেখ আব্দুস ছালাম, ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাতের ধুলিহর প্রতিনিধি ও বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বাবু, মেম্বার কুরবান আলী, মেম্বার ও সাংবাদিক রেজাউল করিম মিঠু, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন রাজ, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম গাজী, আবুল কালাম, ছেয়ামুদ্দীন সরদার, গফ্ফার শেখ, আব্দুল হাই, আবুল হাসান, ডালিম হোসেন, রুহুল আমিন খোকন, সুবীর সাহা আনারুল ইসলাম প্রমুখ। ৪৯ লক্ষ ৪১ হাজার টাকা ব্যয়ে ব্রহ্মরাজপুর বাজারের সম্পূর্ন নতুনভাবে সবজি মার্কেট নির্মাণ, মাছ-মাংস বাজার ও মসজিদের সড়কে পানির ড্রেন নির্মাণ ও সবজি মার্কেটের পশ্চিম পাশে উমরাপাড়া সড়ক নির্মাণ সহ বেশ কিছু উন্নয়ন সম্পন্ন হবে। মেসার্স রফিকুল ও বৃষ্টি ফিস ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পেয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু ব্রহ্মরাজপুর বাজারটি ব্যাপক উন্নয়ন করার লক্ষ্যে বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে অবশেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিসিআরআইপি প্রকল্পের অধীনে বরাদ্দ আনতে সক্ষম হয়।