আন্তর্জাতিক

হিলারির কোনো অপরাধ পায়নি এফবিআই

By Daily Satkhira

November 07, 2016

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল তদন্তে কোনো অপরাধের প্রমাণ পায়নি দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

এফবিআইয়ের পরিচালক জেমন কোমি মার্কিন কংগ্রেসকে বলেছেন, তাঁর সংস্থা নতুন কিছু খুঁজে পায়নি হিলারির ইমেইলে।

গত জুলাইয়ে কোমি জানিয়েছিলেন, হিলারি তাঁর ই-মেইল ব্যবহারের ব্যাপারে যত্নবান ছিলেন না। ব্যক্তিগত ইমেইলে তিনি সরকারি কাজ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

গত মাসে কোমি কংগ্রেসকে লেখা চিঠিতে হিলারির বিরুদ্ধে নতুন করে ই-মেইল তদন্তের ব্যাপারে জানান। এর ফলে রিপাবলিকান দল মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বেশ সুবিধা পান নির্বাচনী প্রচারণায়।

এদিকে, নির্বাচনের আর মাত্র দুদিন বাকি। স্থানীয় সময় ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে ভোটগ্রহণ চলবে।

রোববার কংগ্রেসকে চিঠিতে কোমি বলেন, ‘হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় আমরা তাঁর কাছে আসা ও তাঁর কাছ থেকে যাওয়া সব যোগাযোগ নিরীক্ষা করেছি।’ এর ভিত্তিতে গত জুলাইয়ে আমরা যে উপসংহার টেনেছিলাম, সেটা থেকে আলাদা কোনো তথ্য পাইনি।’

এদিকে, উড়োজাহাজে থাকা অবস্থায় হিলারির প্রচার দল জানিয়েছে, তদন্তের ফলাফলের ব্যাপারে তারা নিশ্চিত ছিলেন।

হিলারির যোগাযোগ পরিচালক জেনিফার পালমিয়েরি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা গর্বিত যে, ব্যাপারটির সমাধান হয়েছে।’

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা টুইটে বলেছেন, ‘কোমি হয়তো ব্যাপক রাজনৈতিক চাপের মুখে এ রকম কথা বলেছেন।’