কলারোয়া প্রতিনিধ: কলারোয়া কাটবাহী ট্রাকের দৌরাত্মে পথচারীরা অসহায় হয়ে পড়েছে। বাড়ছে ছোট-বড় দূর্ঘটনাও। পৌরসদরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কগুলোতে পন্যবাহী ট্রাকের অনিয়ন্ত্রিত স্বেচ্ছাচারিতায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীসহ স্থানীয় বাসিন্দারা। এমনই কথা জানালেন অনেকে।
তারা অভিযোগ করে বলেন- কোন নিয়মনীতি মানছে না সড়কে চলাচলকারী কাটবাহী ট্রাক গুলো। সেই সাথে অবৈধ্য নছিমন, করিমন, ভটভোটি, আলমসাধুও চলছে তাদের সাথে পাল্লা দিয়ে। আঞ্চলিক ও গ্রামীন পাকা-কাচা সরু সড়কে মাত্রাতিরিক্ত লোড নিয়ে দ্রুতগতিতে ও রাস্তাজুড়ে চলাচল করায় প্রায় ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। এমনকি কাটবাহী ট্রাক সামান্য উচু নিচুঁ জায়গাতেও উল্টে যায়, দেবে যায় কিংবা যাওয়ার আশঙ্কায় পড়ে। পাশাপাশি সড়কের উপরে থাকা বৈদ্যুতিক খুঁটির তার, গাছের ডাল ও অন্যান্য কিছুর সংষ্পর্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কলারোয়ার খোরদো-যশোর সড়কসহ উপজেলার পার্শ্ববর্তী একাধিক সড়কে কাটবাহী ট্রাকের এমনই দৌরাত্ম প্রায়-ই চোখে পড়ে।
বিষয়টি সমাধানে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।