আন্তর্জাতিক

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮

By Daily Satkhira

February 24, 2018

সোমালিয়ায় দু দফা আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ সময় কয়েকজন জঙ্গিও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।

পরবর্তীতে তাদের অন্তত পাঁচ জনকে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

ইতোমধ্যেই হামলার দায় স্বীকার করেছে পূর্ব আফ্রিকার জঙ্গি সংগঠন আল-শাবাব।

মোগাদিসুতে অন্তত দুটি হামলা একসঙ্গে চালানো হয়। একটি হামলায় নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে আক্রমণ চালায় জঙ্গিরা। অপর হামলায় রাষ্ট্রপতি ভবনে সশস্ত্র জঙ্গিরা হামলা চালায়।

গতকাল শুক্রবার দেশটির রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্টের বাস ভবনের সামনের একটি রেস্টুরেন্টে রাখা গাড়িতে এ বোমা হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সোমালিয়া পুলিশ বলেছে রেস্টুরেন্টের ভেতরে আরো অন্তত ২০ জনকে জিম্মি রেখেছেন তারা। এছাড়া দ্বিতীয় বোমাটি প্রেসিডেন্টের বাস ভবনের সামনে বিস্ফোরিত হয়।

গোটা ভবন ঘিরে রেখেছে পুলিশ। উদ্ধার কাজ চলছে।

সোমালিয়ার পুলিশ অফিসার মেজর মোহাম্মেদ আহমেদ জানিয়েছেন ‘আমাদের ধারণা এটি আত্মঘাতী বোমা হামলা।

সূত্র : আল জাজিরা ও বিবিসি