মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কাদাকাটিতে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় দুই জন আহত হয়েছে। আহতদেরকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার মিত্র তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে শনিবার আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে ও আহত রেজওয়ানের বক্তব্য থেকে জানা গেছে, মিত্র তেতুলিয়া গ্রামের ছাইদুর রহমান লিটুর বসৎ ভিটার খোলা জায়গায় কোমলমতি শিশুরা খেলাধুলা করছিলো। উক্ত সম্পত্তি একই এলাকার মৃত খান জাফর আলীর পুত্র মোঃ জাহাঙ্গির হোসেন টুকু, মোঃ জুলফিকার আলী টুটুল জবর দখল করার জন্য বিভিন্ন ফন্দি ফিকির করে আসছিলো। এর সূত্রে ধরে ঘটনার দিন একই এলাকার বিএনপি নেতা জাহাঙ্গির হোসেন টুকু, মোঃ জুলফিকার আলী টুটুল, কালাম গাজীর স্ত্রী বিউটি খাতুন, কন্যা রূপা খাতুন, জুলফিকার এর স্ত্রী পুতুল খাতুন শিশুদের চড় থাপ্পর দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং কান্নাকাটি অবস্থায় শিশুরা বাড়ি ফিরে যায়। ছাইদুর রহমানের স্ত্রী ময়না খাতুন বাচ্চাদের মারধর করার কারণ জানতে চাইলে বলেন, অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। ছাইদুর রহমানের ভগ্নিপতি কাদাকাটি গ্রামের বেলায়েত খাঁ’র পুত্র রেজওয়ান খাঁ বিষয়টি দেখতে পেয়ে সংঘর্ষ ঠেকাইতে গেলে তাকেও পিটিয়ে ও কপালে লোহার রড দিয়ে আঘাত করে যখম করে। এমতাবস্থায় ছাইদুর রহমানের পরিবার ন্যায় বিচার পেতে প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের কামনা করেছেন। জানতে চাইলে আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম শাহীন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, এক জন পুলিশ অফিসারকে সেখানে তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।