ফিচার

শ্যামনগর মু‌ন্সিগঞ্জে বাজা‌রে পাউবোর জমি দখল মুক্ত কর‌লেন এসিল্যান্ড

By Daily Satkhira

February 24, 2018

আব্দুল্লাহ আল মামুন, মু‌ন্সিগঞ্জ (শ্যামনগর) প্র‌তি‌নি‌ধিঃ শ্যামনগর উপ‌জেলার মুন্সীগঞ্জ বাজা‌রে (প‌ো‌ল্ট্রি হাট) শুক্রবার রা‌তে পা‌নি উন্নয়ন বো‌র্ডের জায়গা দখল ক‌রে। স্থানীয় বাজারের চাউল ব্যবসায়ী র‌ফিকুল ইসলা‌মের নেতৃত্বে রাতারা‌তি গ‌ড়ে তো‌লে অ‌বৈধ্য ঘর । ঘটনাটি পা‌নি উন্নয়ন বো‌র্ডের এ‌স ও মাসুদ রানা‌ কে অব‌হিত কর‌লে রাত্র লোক পাঠালে সত্যতা জান‌তে প‌া‌রে। ‌বিষায়‌টি উপ‌জেলা সহকা‌রি কম‌িশনার (ভূ‌মি) অ‌ফিসারকে জানা‌লে। শ‌নিবার সকাল ১১ টার দি‌কে সরাজ‌মি‌নে, উপ‌জেলা সহকা‌রি কম‌িশনার (ভূ‌মি) অ‌ফিসার সুজন সরকারের উ‌প‌স্হিত‌ে নি‌জে দা‌ড়ি‌য়ে থে‌কে ঘর ভে‌ঙ্গে দেওয়ার নি‌র্দেশ দেন। মুহু‌র্তের ম‌ধ্যে ভেঙ্গে দেওয়া হয় অ‌বৈধ নি‌র্মিত গ‌ড়ে উঠা ঘর। উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার ভূ‌মি অ‌ফিসার সুজন সরকার ব‌লেন, এটা সরকা‌রি জায়গা এখা‌নে আইনানুগ ভা‌বে বন্দবস্হ দেওয়া হ‌বে। কেহ য‌দি অ‌বৈধ ভা‌বে দখল করার চেষ্টা কর‌ে। তার বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে। বাজা‌রের ব্যবসায়ীরা জানান,সরকা‌রি ফাক‌া জায়গা দেখ‌লে ভূ‌মিদস্যু‌রা দখল ক‌রে নেয়ার চেষ্টা চালায়। প্রশা‌স‌নের মাধ্য‌মে ভূ‌মি দস্যু‌দের কবল থে‌কে সরকা‌রি জায়গ‌া দখল মুক্ত হওয়ায় স্থানীয় স‌চেতন মহল প্রশাসনকে সাধুবাদ জানান।