আশাশুনি

আশাশুনি প্রতাপনগরের গৃহবধু শরিফার মৃত্যু নিয়ে গুঞ্জন

By Daily Satkhira

February 25, 2018

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ধর্মান্তরিত ওয়ালিউর রহমানের স্ত্রী শরিফা খাতুন (৩২) মৃত্যুবরণ করেছেন। শরিফা খাতুন আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের প্রতাপনগর গ্রামের আতিয়ার রহমানের কন্য। নিহতের পিত্রালয় সূত্রে জানা গেছে, স্ট্রোক জনিত কারণে শনিবার বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। ৫ বছর পূর্বে শরিফার দ্বিতীয় বিয়ে হয় ধর্মান্তরিত মুসলিম ওয়ালিউর রহমানের সাথে। বিয়ের পর থেকে স্বামী ও প্রথম স্বামীর সংসারের ১২ বছরের প্রতিবন্ধী সন্তানকে নিয়ে পিত্রালয়ে বসবাস করে আসছিলেন। জানা গেছে, শরিফার মৃত্যুর আগে সকালের দিকে তার চাচা ওয়াজিহার গাজী, (ওয়াজিহার গাজীর পুত্র) চাচাতো ভাই ও (ওয়াজিহার গাজীর স্ত্রী) চাচীর সাথে তার ঝগড়া হয়। তাদের ঝগড়ার কয়েক ঘন্টার মধ্যে শরিফার মৃত্যু হওয়ায় এলাকায় বিভিন্ন মহলে গুনজন শুরু হয়েছে। মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক এটা নিয়ে প্রশ্ন উঠতে দেখা গেছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন বলেন, এ ব্যাপারে এখনও পর্যন্ত আমার কাছে কোন অভিযোগ আসে নাই। নিহত শরিফার মামা সাবেক ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, “স্ট্রোক জনিত কারনে শনিবার বিকাল ৪টার দিকে তার ভাগনি শরিফার মৃত্যু হয়। শরিফার ভাই তার ভাগনা মাদ্রাসা সুপার ওবায়দুল্লাহকে কয়েক বছন পূর্বে তার চাচা ওজিয়ার গাজী দা নিয়ে মারার জন্য তাড়িয়ে নিয়ে যান। ঘটনার ২/ত বছর পরে স্ট্রোক জনিত কারনে শরিফার ভাইয়ের মৃত্যু হয়। এর পর থেকেই তাদের পরিবারের মধ্যে বিরোধ ছিল। সে কারনে হয়তো এ মৃত্যু নিয়ে এলাকায় গুনজন হচ্ছে।” বিষয়টি নিয়ে কথা বলার জন্য শরিফার স্বামী নব মুসলিম ওয়ালিউর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৯৮৭-০৩৭৩৮২ তে একাধিক বার কল দিলেও ফোন রিসিভ হয়নি।