ফিচার

মানুষের মাঝে শান্তির বাণী তুলে ধরলে সন্ত্রাস ও জঙ্গিবাদ দুর হবে-জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম

By Daily Satkhira

February 25, 2018

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ময়দানে প্রতিবছরের ন্যায় মহাগ্রন্থ আল-কোরআন ও রাসুল (সাঃ) এর সুন্নাত প্রচারের লক্ষ্যে ৪৩তম বার্ষিক ওয়াজ মাহফিল-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ সাইফুল হাসান খোকনের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘ জননেত্রী শেখ হাসিনা সরকার মসজিদ ও মাদ্রাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে আর্থিক সহায়তা দিয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকেও ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা করা হয়। তিনি আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম। মানুষের মাঝে সঠিক শান্তির বাণী তুলে ধরলে দেশ থেকে অশান্তি ও সন্ত্রাস জঙ্গিবাদ দুর হবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, লাবসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বাবু, নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, এড. সিরাজুল ইসলাম, মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, ইউপি সদস্য মনিরুল ইসলাম, শেখ আলমগীর হোসেন, শেখ শফিকুল ইসলাম প্রমুখ। বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে ওয়াজ বয়ান করেন চ্যানেল নাইন ও আর টিভি’র ইসলামী আলোচক হযরত মাওলানা এনামুল হাসান বীন-নূর। বিশেষ বক্তা হিসেবে মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে ওয়াজ বয়ান করেন চ্যানেল বাংলা ভিশন ও আর টিভি’র ইসলামী আলোচক হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন নলকুড়া, বিশেষ বক্তা হিসেবে মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে ওয়াজ বয়ান করেন চ্যানেল বাংলা ভিশন ও আর টিভি’র ইসলামী আলোচক হাফেজ মাওলানা সাব্বির হোসাইন বেলালী নাটোর। এছাড়াও স্থানীয় ওলামায়েকেরাম গণ ওয়াজ বয়ান করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান বিপু।