শিক্ষা

সাতক্ষীরা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির প্রস্তুতি সভা

By Daily Satkhira

February 25, 2018

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা বাকশিস কার্যালয়ে জেলা বাকশিসের সভাপতি ও শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহবায়ক অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবু সাঈদ, অধ্যক্ষ গৌরপদ, অধ্যক্ষ সাইফুল্লাহ, অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক অমিত চক্রবর্তী, অধ্যাপক ইদ্রিস আলী, অধ্যাপক নুর মোহাম্মাদ পাড়, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক তপন শীল, অধ্যাপক নাজমুল হক, আনিসুর রহমান, অধ্যাপক কামরুল ইসলাম, কর্মচারী ফেডারেশনের পক্ষে আব্দুল ওয়াহাব আজাদ, কায়কোবাদ সরদার প্রমুখ। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি: ১১মার্চ’১৮ তারিখ রবিবার থেকে সারাদেশে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) অবিরাম ধর্মঘট এবং সকল উপজেলায় শিক্ষক-কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ১২মার্চ’১৮ তারিখ সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শিক্ষক-কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং ১৪মার্চ’১৮ তারিখ বুধবার ঢাকায় শিক্ষক-কর্মচারী মহাসমাবেশ। বক্তারা কেন্দ্রীয় কমিটি ঘোষিত সকল কর্মসূচি সফল করার জন্য স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি