শ্যামনগর

নুরনগরে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় হিন্দু ধর্ম সভা

By daily satkhira

February 25, 2018

পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর নতুন মৎস্য সেট সংলগ্ন নুরনগর ঐতিহ্যবাহী কায়েত বাড়ী দুর্গা মন্দির প্রাঙ্গনে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় সনাতন হিন্দু ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। নুরনগর কায়েত বাড়ী দুর্গা পূজা কমিটির আয়োজনে উক্ত সনাতন ধর্ম সভা সন্ধ্যা ৬টায় শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়। ধর্ম সভায় সভাপতিত্ব করেন বাবু দেবাশীষ ঘোষ (দেবী)। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ নিতাই চৈতান্য ভাব অমৃতের প্রচার সংঘের মহিলা সম্পাদিকা শ্রীমতি ভক্তি সাধিকা তাপসী দেবী দাসী, খুলনা। প্রধান বক্তা তিনি তার বক্তব্যে সনাতন ধর্মের বিভিন্ন উল্লেখযোগ্য দিক গুলো তুলে ধরেন ও সৎ গুরুর মাধ্যমে সৎ সংঙ্গ আচরণ এবং সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য সকলকে আহব্বান করেন। এ সময় বিশেষ বক্তা হিসেবে ছিলেন সনাতন ধর্মের বিশিষ্ট চিন্তাবিদ ও ভগবত আলোচক বাবু শিবপ্রসাদ দাস। এলাকা ছাড়াও এলাকার বাহিরের শতশত সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দরা ধর্মিয় এই সভায় যোগ দিতে দেখা যায়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন নুরনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ,নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি,এম হাবিবুর রহমান হবি, সাধারন সম্পাদক এস এম সোহেল রানা বাবু, সুশান্ত দেবনাথ, প্রশান্ত কুমার মন্ডল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাবু অরুন কুমার দাস, সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন কমিটি,নুরনগর ইউনিয়ন।