রাজনীতি

শহীদ জিয়া রয়েছেন সাধারণ মানুষের হৃদয়ে– জেলা বিএনপির সভাপতি

By daily satkhira

November 07, 2016

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রাহমাতউল্লাহ পলাশ বলেছেন, মিথ্যা মামলা হামলা দিয়ে সাধারণ মানুষের মন থেকে শহীদ জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। শহীদ জিয়া রয়েছেন সাধারণ মানুষের হৃদয়ে। হৃদয়ের লেখা নাম কখনো মুছে ফেলা যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের ভবিষ্যতের কথা না চিন্তা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিনি জানতেন এই বিদ্রোহ করা মানে নিজের মৃত্যুকে ডেকে নেওয়া। যেকারণে তাকে বন্দি করা হয়েছিল। কিন্তু ১৯৭৫ সালের ৭নভেম্বর বাংলার জেলের তালা ভেঙ্গে শহীদ জিয়াউর রহমানকে মুক্ত করে আনেন। ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। জনগনের মতামত কে প্রধান্য দিতেন। জনগণ যাকে যোগ্য মনে করবে সেই দেশ পরিচালনা করবেন। কিন্তু গায়ের জোরে ক্ষমতা থাকা নই। এটাই ছিলো তার আদর্শ। এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সোমবার সকাল ১১টায় শহরের আমতলা মোড় এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিম। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, আব্দুস সামাদ, অধ্যাপক মোদাচ্ছেরুল হুদা, শের আলী, আব্দুর রাজ্জাক শিকদার, আব্দুল্লাহ আল মামুন রাজু, হাফিজুর রহমান মুকুল, আহাদুজ্জামান আর্জেদ, সালাউদ্দিন লিটন, খায়রুজ্জামান রঞ্জু, শফিকুল আলম বাবু, এম এ রাজ্জাক, ফারুক হোসেন, শাহিনুল করিম, মাহমুদুল হক প্রমুখ।