আন্তর্জাতিক

যুক্তরাজ্যে বিস্ফোরণে নিহত ৪

By Daily Satkhira

February 26, 2018

যুক্তরাজ্যের একটি দোকানে বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে সেই বিস্ফোরণে আহত ছয় ব্যক্তিকে হাসপাতালে নেয়ার খবর দেয় পুলিশ। পরে চারজন নিহতের খবর নিশ্চিত করা হয়।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে চারজন হাসপাতালে রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক।

ঘটনার পর পরই সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ ছুটে যায়। পুলিশ এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্ফোরণ বলে জানিয়েছে।

এ বিস্ফোরণের কোনো কারণ জানা যায়নি। এ কারণে বিষয়টিকে রহস্যময় বিস্ফোরণ হিসেবেই ধরা হচ্ছে। তবে এ ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের কোনো যোগসূত্র পায়নি পুলিশ। তবে বিষয়টির তদন্ত চলছে।

ঘটনাস্থলে ব্যাপক আগুন ও নিম্নমাত্রার শব্দ ছড়িয়ে পড়ে। তবে এতে ঘটনাস্থল ও আশপাশের মাটিও কেঁপে ওঠে।

এ বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলের আশপাশের ৬০টি বাড়িঘরের লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে।

পুলিশ এটাকে বড় ধরনের ঘটনা বলে উল্লেখ করেছে। বিবৃতিতে সবাইকে ওই এলাকা এড়িয়ে যাওয়া অনুরোধ জানিয়েছে পুলিশ।

টুইটারে পোস্ট করা ছবি ও ভিডিওতে বিস্ফোরণের পর আগুনের কুণ্ডুলি আকাশের দিকে উঠে যেতে দেখা গেছে। ঘটনাস্থলটিতে ভাঙাচোরা ইটপাথর পড়ে রয়েছে। ভিডিওতে জরুরি বিভাগের কর্মীতের আক্রান্ত কোন ব্যক্তির সাহায্যে এগিয়ে যেতে দেখা গেছে।

তাহির খান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, যখন বিস্ফোরণটি ঘটেছে, আমার গাড়ি তখন ঘটনাস্থল পার হয়ে কিছুটা এগিয়ে গেছে। ভবনের ভেতর থেকে আগুনের কুণ্ডলী বেরিয়ে আসছিল।