ফিচার

সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

By Daily Satkhira

February 26, 2018

নিজস্ব প্রতিবেদক: দুইদিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন, সদর উপজেল সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সানজিদা আসাদ, নব জীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক। মঙ্গলবার সকাল ১০টায় মেলাস্থলে বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে এবং বিকালে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা ও স্কুল ভিত্তিক বিজ্ঞান ক্লাবের সদস্য জুনিয়র গ্রুপ, কলেজ ও সমপর্যায়ের শিক্ষার্থীরা এবং কলেজ ভিত্তিক বিজ্ঞান ক্লাবের সদস্যবৃন্দ সিনিয়র গ্রুপ এবং শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বিজ্ঞান ক্লাব ব্যতীত অন্যান্য বিজ্ঞান ক্লাবের সদস্যবৃন্দ, তরুন ও অপেশাদার বিজ্ঞানীগণ, উদ্ভাবকগন এবং ব্যক্তিগত পর্যায়ে সরকারি, আধা সরকারি ও বেসরকারি অংশগ্রহণকারী বিশেষ গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।