নিজস্ব প্রতিবেদক: জেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক বিভাগে প্রাথমিকে সদর উপজেলার পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুল, কলারোয়া উপজেলার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালা উপজেলার তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশাশুনি উপজেলার যদুয়ারডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবহাটা উপজেলার বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিগঞ্জ উপজেলার চম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামনগর উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খ বিভাগ মাধ্যমিক পর্যায়ে সদর উপজেলার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কলারোয়া উপজেলার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, তালা উপজেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি উপজেলার আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ উপজেলার গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়, শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। গ বিভাগ কলেজ পর্যায়ে সদর উপজেলার সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, কলারোয়া উপজেলার সোনার বাংলা ডিগ্রি কলেজ, তালা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, আশাশুনি উপজেলার আশাশুনি সরকারি কলেজ, দেবহাটা উপজেলার হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ, কালিগঞ্জ উপজেলার কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজ, ইন্দ্রনগর হুসাইনবাদ ফাজিল মাদরাসা, শ্যামনগর উপজেলার সরকারি মহসিন কলেজ। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন, এনডিসি মোঃ মোশারেফ হোসাইন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দীন, সংগীত শিল্পী রোজ বাবু, শামীমা পারভীন রতœা, মঞ্জরুল হক, শ্যামল কুমার সরকার, শফিকুল ইসলাম। অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন সহকারি কমিশনার একিমিত্র চাকমা, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার এ এস এম আব্দুর রশীদসহ জেলা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এর আগে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে শেষে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে। জেলা পর্যায়ে চুড়ান্তদের বিভাগীয় এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।