তালা

পাটকেলঘাটা খলিষখালীতে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

By Daily Satkhira

February 26, 2018

সামীর দাশ, পাটকেলঘাটা: পাটকেলঘাটা (খলিষখালী) পল্লীমঙ্গল মাঠে ৮ দলীয় T20 ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনালে বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার স্মৃতি ফাউণ্ন্ডেশন চ্যাম্পিয়ন হয়েছে। ২৬শে ফেব্রুয়ারী বেলা ১ঃ৩০ মিনিটে খলিষখালী পল্লীমঙ্গল মাঠে অনুষ্টিত K P L -T20 ক্রিকেট টুর্নামেন্টে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার স্মৃতি ফাউণ্ডেশান ও নগরঘাটা কালীবাড়ী একতা সংঘের মধ্যে অনুষ্টিত ক্রিকেট ম্যাচে ৬১ রানে একতা সংঘকে পরাজিত করে আবুল বাশার স্মৃতি ফাউণ্ডেশান একাদশ দাপটের সহিত শিরোপা জিতে নেয়। টসে হেরে আবুল বাশার স্মৃতি ফাউণ্ডেশান একাদশ এর অধিনায়ক আরিফুলের টিমকে ব্যাট হাতে মাঠে প্রবেশ করতে হয়, প্রতিপক্ষ বোলারদের চোখ ধাঁদানো বোলিংকে মোকাবেলা করে ৯৭ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে আরিফুলের টিম। জবাবে নগরঘাটা কালীবাড়ী একতা সংঘ ব্যাট হাতে মাঠে নেমে প্রতিপক্ষ বোলারদের তোপের মুখেপড়ে তারা শুন্যরানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। কিন্তু ধুকতে থাকা একতা সংঘের ব্যাটসম্যানরা কোন প্রকার আশার আলো জ্বালাতে পারেনি, চরম ব্যার্থতার গ্লাণিনিয়ে ৩৬ রানেই সবাই সাজঘরে ফেরে। খেলাটি উপভোগের জন্য খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাণ সাংবাদিক মোজাফ্ফার রহমান, খলিষখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পদক সমীর কুমার দাশ, সহ-সভাপতি সুনিল দে, অশোক লাহেড়ী, সুফল আইচ, ইউ পি সদস্য উত্তম দে, শাহরিয়র আলম( রুমন) , গাজী গিয়াসউদ্দীন, সুজিত হোড়, ছট্টু ডাঃ, সুজিত সিংহ, খাঁন মিলন, দেবাশীষ সিংহ, অমিত দেবনাথ, রোকুনুজ্জামান, নাজমুল হোসেন, ফজলু সরদার, সৌরভ সহ সুধীজন। খেলাটি পরিচালনা করেন বিপ্লব মুখার্জী( চাঁদু) সামীর দাশ, পাটকেলঘাটা: পাটকেলঘাটা (খলিষখালী) পল্লীমঙ্গল মাঠে ৮ দলীয় T20 ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনালে বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার স্মৃতি ফাউণ্ন্ডেশন চ্যাম্পিয়ন হয়েছে। ২৬শে ফেব্রুয়ারী বেলা ১ঃ৩০ মিনিটে খলিষখালী পল্লীমঙ্গল মাঠে অনুষ্টিত K P L -T20 ক্রিকেট টুর্নামেন্টে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার স্মৃতি ফাউণ্ডেশান ও নগরঘাটা কালীবাড়ী একতা সংঘের মধ্যে অনুষ্টিত ক্রিকেট ম্যাচে ৬১ রানে একতা সংঘকে পরাজিত করে আবুল বাশার স্মৃতি ফাউণ্ডেশান একাদশ দাপটের সহিত শিরোপা জিতে নেয়। টসে হেরে আবুল বাশার স্মৃতি ফাউণ্ডেশান একাদশ এর অধিনায়ক আরিফুলের টিমকে ব্যাট হাতে মাঠে প্রবেশ করতে হয়, প্রতিপক্ষ বোলারদের চোখ ধাঁদানো বোলিংকে মোকাবেলা করে ৯৭ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে আরিফুলের টিম। জবাবে নগরঘাটা কালীবাড়ী একতা সংঘ ব্যাট হাতে মাঠে নেমে প্রতিপক্ষ বোলারদের তোপের মুখেপড়ে তারা শুন্যরানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। কিন্তু ধুকতে থাকা একতা সংঘের ব্যাটসম্যানরা কোন প্রকার আশার আলো জ্বালাতে পারেনি, চরম ব্যার্থতার গ্লাণিনিয়ে ৩৬ রানেই সবাই সাজঘরে ফেরে। খেলাটি উপভোগের জন্য খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাণ সাংবাদিক মোজাফ্ফার রহমান, খলিষখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পদক সমীর কুমার দাশ, সহ-সভাপতি সুনিল দে, অশোক লাহেড়ী, সুফল আইচ, ইউ পি সদস্য উত্তম দে, শাহরিয়র আলম( রুমন) , গাজী গিয়াসউদ্দীন, সুজিত হোড়, ছট্টু ডাঃ, সুজিত সিংহ, খাঁন মিলন, দেবাশীষ সিংহ, অমিত দেবনাথ, রোকুনুজ্জামান, নাজমুল হোসেন, ফজলু সরদার, সৌরভ সহ সুধীজন। খেলাটি পরিচালনা করেন বিপ্লব মুখার্জী( চাঁদু)