ফিচার

ফাটল ধরেছে পৃথিবীর চৌম্বক পৃষ্ঠে!

By Daily Satkhira

November 07, 2016

অনলাইন ডেস্ক: চৌম্বক ক্ষেত্রকে আমরা যতটা নিরাপদ ভেবেছিলাম এটা ততটা নিরাপদ নয় বলে দাবি করেছে গবেষকরা। এরই মধ্যে ম্যাগনেটোস্ফিয়ারে ফাটল ধরেছে বলেও দাবি করেছে তারা।

টেলিস্কোপে দেখা তথ্য বিশ্লেষণ করে যেখানে ছায়াপথসংক্রান্ত মহাজাগতিক রশ্মির একটি বৃহদায়তন বিস্ফোরণ তারা দেখতে পান।

এটি অনেক শক্তিশালী এবং এটি খুব সহজেই একটি মহাকাশযানের দিক পরিবর্তন করে দিতে পারে।

গবেষকরা ধারণা করছেন যে ভূচৌম্বকীয় ঝড় আসলেই উন্মুক্ত দূর্বল দাগ তৈরি, প্রিজিং বিকিরণ এবং মহাজাগতিক রশ্মির মাধ্যমে আমাদের চৌম্বক ঢালকে ‘পুনরায় কনফিগার’ করার মতো যথেষ্ট শক্তিশালী ছিল।

দৈত্যাকৃতির মেঘ সূর্যের পুষ্পমুকুট থেকে নির্গত হয় এবং শেষ পর্যন্ত প্রতি ঘণ্টায় প্রায় ২.৫ মিলিয়ন কিলোমিটার গতিবেগ ম্যাগনেটোস্ফিয়ারকে তাড়িত করে।

ওই সময়ে একটি গুরুতর ভূচৌম্বকীয় ঝড় আলোড়ন তৈরি করে যে কারণে উত্তর ও দক্ষিণ আমেরিকার অনেক উচ্চ অক্ষাংশের দেশে রেডিও সংকেত ব্ল্যাকআউট হয়ে যায়।

ভারতের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ এর একটি দল গ্রেপস-৩ থেকে অসংখ্য সিমিউলেশন সম্পাদিত করেন। যেটি সুস্পস্ট ইঙ্গিত দেয় যে ম্যাগনেটোস্ফিয়ারে সাময়িকভাবে ফাটল ধরেছে।