শ্যামনগর

নুরনগরের বিজিবি’র হাতে আটক ৯জন

By daily satkhira

February 26, 2018

পলাশ দেবনাথ,নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের দুরমুজখালী সীমান্ত থেকে নারী শিশু সহ ৯জনকে আটক করা হয়েছে। দুরমুজখালী বি জি বির তথ্য মতে গত ২৫শে ফেব্রুয়ারি রাত্র ৩টার দিকে একটি ছোট নৌকায় করে কালিন্দী নদী পাড়ি দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ কালে নারী শিশু সহ মোট ৯জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃতদের ভাষ্যমতে তারা বিভিন্ন মেয়াদে অবৈধ পথে ভারতে গিয়েছিল বলে জানায়। ভারত থেকে পাচারকারী চক্রের নিহার ও যোগসাজসের মাধ্যমে ৯জন মোট ১৪ হাজার টাকার বিনিময়ে পার হয়ে এসেছে বলে জানায় আটকৃতরা। দুরমুজখালী বি জি বির টহলরত সদস্যরা উক্ত ৯জনকে আটক করে এবং নৌকায় থাকা পাচারকারী দালাল চক্রের মোঃ রফিকুল ইসলাম বিনু(২৬) পিতা হযরত আলী গাজী গ্রাম দুরমুজখালী ও গোলাম মোস্তফা বাচা (৩৫) পিতা শেখ হযরত আলী গ্রাম নৈকাটি এই ২জন পালিয়েছে বলে জানায়। দুরমুজখালী বি জি বির হাতে আটককৃতরা হলো (১) আবু নেছার মোড়ল(৬২) পিতা মৃত আছিরউদ্দিন, (২)রাশিদা বেগম(৫০) স্বামী আবু নেছার মোড়ল,(৩) আজিজুল ইসলাম(৩০) পিতা মোঃ হাফিজউদ্দিন, (৪)মোছাঃ আকলিমা(২৫) স্বামী আজিজুল ইসলাম,(৫)মোঃ আনারুল(০৯) পিতা আবু নেছার মোড়ল, (৬) মোঃ তাইজুল ইসলাম(০৮) পিতা আবু নেছার মোড়ল, (৭)মোছাঃ আইনুন্নাহার(০৫) পিতা আজিজুল ইসলাম, (৮) অনিমা মন্ডল(২৮) স্বামী বিকাশ মন্ডল, (৯)বিউটি মন্ডল(১০) পিতা বিকাশ মন্ডল। আটককৃতরা শ্যামনগর উপজেলার নদীর ধার চন্ডিপুর ও ধুমঘাট এলাকার বাসিন্দা। এ রির্পোট লেখা পর্যন্ত দুরমুজখালী বি জি বির পক্ষ থেকে আটককৃতদের শ্যামনগর থানায় সর্পদ্য করার প্রস্তুতি চলছিল।