কলারোয়া

কলারোয়ায় ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

By Daily Satkhira

February 27, 2018

কলারোয়া প্রতিনিধি: মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া উপজেলায় ৩দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্তরে ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য দেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, উপজেলা একাডেকি সুপার ভাইজার তাপস কুমার দাস, প্রধান ক্ষিক বদরুজ্জামান বিপ্লব, আখতার আসাদুজ্জামান চান্দু, রুহুল আমিন, মাওলানা বজলুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কুল, কলেজ, মাদ্রসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়া স্টল পরিদর্শন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রসার সহকারী শিক্ষক শেখ শাহাজান আলী শাহিন।