সাতক্ষীরা

সাতক্ষীরায় অভিনব কায়দায় মাহেন্দ্রা ছিনতাই

By daily satkhira

February 27, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় অভিনব কায়দায় থ্রিহুইলার-মাহেন্দ্রা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার কুশখালী ইউনিয়নের ভাদড়া আড়–য়াখালী পাকার মুখ বিল এলাকায় নির্জন স্থানে শ্রীরামপুর কুলাটি এলাকার বৈদ্য মন্ডলের ছেলে থ্রিহুইলার-মাহেন্দ্রা চালক রবীন মন্ডলের কাছ থেকে এলোপাতাড়িভাবে মারধোর করে থ্রিহুইলার-মাহেন্দ্রা ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় মাহেন্দ্রা চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। থ্রিহুইলার-মাহেন্দ্রা চালক রবীন মন্ডল জানান, সোমবার শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে বিকালে আমার মাহেন্দ্রা ভাড়া করে ছিনতাইকারী ফিরোজ হোসেন কুশখালী ইউনিয়নে ভাদড়া পাকার মোড়ে নিয়ে যায়। এসময় সে আমাকে লোকজন আসার কথা বলে দীর্ঘক্ষন বসিয়ে রাখে। এক পর্যায়ে ভাড়ায় যাবোনা বলে সাতক্ষীরায় ফেরার কথা বললে সে আমার উপরে চড়াও হয়ে গলা চেপে ধান ক্ষেতের মধ্যে টেনে নিয়ে যায়। এক পর্যায়ে আমার জীবন বাঁচানোর জন্য তার হাতে কামড় দিয়ে ধানের ক্ষেতের বিল দিয়ে পাশ^বর্তী ইউপি সদস্য মনিরুল ইসলামের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এসময় কুশখালী ইউনিয়নের বাউখোলা দক্ষিণ পাড়া গ্রামের মো. বাকী বিল্লাহর ছেলে মো. ফিরোজ হোসেন থ্রিহুইলার-মাহেন্দ্রা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ছিনতাইকারীকে ধাওয়া দিলে সে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ছিনতাইয়ের ঘটনায় থ্রিহুইলার-মাহেন্দ্রা মালিক চালক সমবায় সমিতির নেতৃবৃন্দ ছিনতাইকারী চক্রদের গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়ে এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।