সাতক্ষীরা

সদূরডাংগী সার্বজনীন কালী ও গোবিন্দ মন্দির প্রাঙ্গণে নামযজ্ঞ

By daily satkhira

February 27, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সদূরডাংগী সার্বজনীন কালী ও গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অষ্ট প্রহরব্যাপি নামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সোমবার মহানামযজ্ঞের শুভ অধিবাস, মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি অষ্টপ্রহরব্যাপি অখন্ড ও মহানাম এবং ২৭ ফেব্রুয়ারি বুধবার মহ নাম সমাপন, নগর পরিক্রমা কুঞ্জুভঙ্গ ও মহাপ্রভুর প্রসাদ বিতরণ করা হবে। নামযজ্ঞ পরিবেশন করেছে আশাশুনির জয়ললিতা সম্প্রদায়, কলারোয়ার ভাই ভাই সম্প্রদায়, তালা রাখাল রাজা সম্প্রদায়, শ্যামনগর গোপাল কৃষ্ণ সম্প্রদায়, সাতক্ষীরা রাজার বাগান মা আনন্দময়ী সম্প্রদায় ও যশোর ভাটপাড়া সেবাইত-বাবু রবীন্দ্র গোষ্মামী সম্প্রদায়। মঙ্গলবার সন্ধ্যায় সদূরডাংগী সার্বজনীন কালী ও গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অষ্ট প্রহরব্যাপি নামযজ্ঞ অনুষ্ঠানে অসংখ্য ভক্তরা সমবেত হয়। এসময় উপস্থিত ছিলেন সদূরডাংগী সার্বজনীন কালী ও গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অষ্ট প্রহরব্যাপি নামযজ্ঞ উদ্যাপন কমিটির আহবায়ক ভদ্র কান্ত, সদস্য সচিব তাপস দেবনাথ, প্রশান্ত ব্যানার্জি, ডা. আশুতোষ মজুমদার, বিপ্লব কুমার দেবনাথ, সুমন্ত কুমার দেবনাথ, প্রকাশ কুমার নাথ, বিশ^জিৎ দেবনাথ, নিত্যানন্দ সরকার ও অজয় কুমার দাসসহ সকল সদস্যরা।