নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় বোরকা চুরির ঘটনায় ৪ মহিলাকে ২মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে কলারোয়া বাজারের চৌরাস্তা মোড়ের থানা রোডের সোনালী ব্যাগ হাউস কাপড়ের দোকান নামের বোরকা হাউজ থেকে চুরির সময় হাতেনাতে আটক ওই মহিলাদের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। তাৎক্ষনিকভাবে তারা নিজেদের দোষ স্বীকার তাদের প্রত্যেকে ২মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ড প্রাপ্তরা হলো- সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের কামাল হোসেনের স্ত্রী পলি খাতুন (৩৮), একই উপজেলার রসুলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী রেখা খাতুন (৩৬), নলকুড়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী তাসলিমা খাতুন (৩৫) ও কাশেমপুর গ্রামের খলিল হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৩৯)। এরা কলারোয়া পৌর বাজারের বোরকা হাউজ থেকে ৩৮পিচ বোরকা চুরি করে বলে দোকান মালিক আশিকুর রহমান সাংবাদিকদের জানান। দোকানি আরো জানান- এই গ্রুপ এর আগেও আমার দোকান থেকে বোরকা চুরি করেছে যেটা সিসি ক্যামেরায় ছবি আছে। এদের সদস্য সংখ্য আরো বেশি। আশিক আক্ষেপের সাথে আরো বলেন যে তিনি তার চুরি যাওয়া বোরকা ফেরত পাননি। ভ্রাম্যমান আদালত পরিচালানার সময় উপস্থিত ছিলেন- কলারোয়া থানার এসআই পিন্টু লাল দাস, এসআই শরিফুল ইসলাম, এসআই শারমিন সুলতানা শিখা ও উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী এমএ মান্নান।